রবির ই-কমার্স পণ্য পৌঁছে দেবে 'পেপারফ্লাই'

রবি ও পেপারফ্লাইয়ের কর্মকর্তাদের মধ্যে চুক্তি সই। ছবি: সংগৃহীত
রবি ও পেপারফ্লাইয়ের কর্মকর্তাদের মধ্যে চুক্তি সই। ছবি: সংগৃহীত

মোবাইল অপারেটর রবির ই-কমার্স প্ল্যাটফর্মের পণ্য দেশজুড়ে সরবরাহ করবে পণ্য ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান পেপারফ্লাই। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-কমার্স পণ্য ডেলিভারি দিতে রবি ও পেপারফ্লাইয়ের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তির আওতায় রবি আজিয়াটার ই-কমার্স উদ্যোগ রবিশপ ও ডিজিরেড ডটশপের পণ্য প্রতিটি জেলায় পৌঁছে দেবে পেপারফ্লাই।

রবি আজিয়াটার পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী ও পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রবি আজিয়াটার ডিজিটাল সেবা ব্যবস্থাপক আদনান ফিরোজ, উদ্ভাবন বিশেষজ্ঞ মোহাম্মদ রিয়াদ আরেফিন এবং পেপারফ্লাইয়ের ব্যবস্থাপক ইশতিয়াক আহসান উপস্থিত ছিলেন।

রবির ডিজিরেড ডটশপ ই-কমার্স সাইটে মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রাংশ পাওয়া যায়। বিজ্ঞপ্তি।