এয়ারপড গিলে ফেলার পর...

অ্যাপল এয়ারপড
অ্যাপল এয়ারপড

অ্যাপলের পণ্য মজবুত বলে সুনাম আছে। সম্প্রতি এ কথা প্রমাণ করেছে একটি ঘটনা। মানুষের পেটে যাওয়ার পরেও কাজ করেছে অ্যাপলের এয়ারপড। সম্প্রতি তাইওয়ানের এক ব্যক্তি ভুল করে এয়ারপড খেয়ে ফেলেন। শেষ পর্যন্ত তা হজম হয়ে বর্জ্য আকারে বের হয়। এর পরেও কাজ করেছ ওই এয়ারপড। তবে ভুলেও বাড়িতে এ কাজ করার চেষ্টা না করাই ভালো।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তাইওয়ানের বেন সু নামের এক ব্যক্তি ভুল করে একটি অ্যাপল এয়ারপড খেয়ে নেন। তাঁর ঘুমের মধ্যে এ ঘটনা ঘটে বলে সম্প্রতি ডেইলি মের প্রতিবেদনে বলা হয়। ঘুম থেকে উঠে তিনি নিজের এয়ারপড খুঁজে পাচ্ছিলেন না। নিজের ফোনের অ্যাপ থেকে তা খোঁজার চেষ্টা করেন। তিনি এর সাড়া পান তার পেটের ভেতর।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, পেটের মধ্যে এয়ারপডের সন্ধান পেয়ে দ্রুত হাসপাতালের যান বেন সু। স্বাভাবিক প্রক্রিয়ায় তা বের না হলে অস্ত্রোপচারের কথা বলেন চিকিৎসকেরা। তবে পরদিনই ওই এয়ারপড বের হয়ে আসে।

বেন বলেন, এয়ারপড উদ্ধার করার পরেও এতে ৪১ শতাংশ চার্জ ছিল যা অবিশ্বাস্য।

তবে এক চিকিৎসক বলেন, এয়ারপডের খাপে লিথিয়াম ব্যাটারি থাকার কারণে এ ঘটনায় অনেক বড় ক্ষতি হতে পারত।

বেন সু এয়ারপড হজম করার এ ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে।