একীভূত হওয়ার চেষ্টায় টেলিনর ও আজিয়াটা

এশিয়ায় ব্যবসা প্রসারের লক্ষ্যে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে টেলিযোগাযোগ খাতের দুই বড় প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা। আজ সোমবার টেলিনরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এই একীভূতকরণ নগদ অর্থের ভিত্তিতে নয়, বরং অবকাঠামো ও সম্পদের ভিত্তিতে হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। একীভূত হওয়ার পর টেলিনর ও আজিয়াটা তাদের সকল অবকাঠামো একসঙ্গে ব্যবহার করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একীভূত হওয়ার পর ৫৬.৫% শেয়ার থাকবে নরওয়ে ভিত্তিক কোম্পানি টেলিনরের অধীনে। আর বাকি ৪৩.৫% শেয়ার থাকবে মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি আজিয়াটার অধীনে।

বাংলাদেশের দুই বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের মূল মালিকানা টেলিনরের ও রবির মূল মালিকানায় রয়েছে আজিয়াটা।