মায়েদের জন্য অ্যাপ

মমস রেসিপিস অ্যাপ
মমস রেসিপিস অ্যাপ

মা দিবসে মায়েদের উৎসর্গ করে তাঁদের জন্য রান্না বিষয়ক সোশ্যাল অ্যাপ ‘মমস রেসিপিস’ তৈরি করেছে উইমেন ইন ডিজিটাল। গত ৬ মে অ্যাপটি গুগলের প্লে স্টোরে উন্মুক্ত করেছে শুধু নারী কর্মী নিয়ে পরিচালিত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপটি ব্যবহার করে মায়েরা তাঁদের বিভিন্ন রেসিপি শেয়ার করতে পারবেন।

উইমেন ইন ডিজিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, মায়ের হাতের রান্না বিশ্বব্যাপী পৌঁছে দিতে তাদের এ উদ্যোগ। এ অ্যাপের মাধ্যমে বিভিন্ন খাবারের রেসিপি বর্ণনার পাশাপাশি রান্নার বিভিন্ন ভিডিও পোস্ট করা যাবে। অ্যাপটিতে লাইক, কমেন্ট শেয়ার ও ছবি যুক্ত করার সুবিধা আছে। অ্যাপটি ব্যবহার করতে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ভাষা নির্বাচন করে সে অনুযায়ী অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে।

উইমেন ইন ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা বলেন, অ্যাপটি একইসঙ্গে বাংলাদেশ ও জাপানের বাজারে উন্মুক্ত করা হয়েছে। মায়ের রেসিপি শেয়ার করার সুবিধা থাকছে এতে। এতে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মায়ের হাতের তৈরি খাবারের রেকর্ড থেকে যাবে।

অ্যাপ নামানোর ঠিকানা