নগদে ঈদ বোনাস

রমজান মাসজুড়ে প্রতিটি ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন এবং প্রতি ঘণ্টায় অ্যাকাউন্টে ক্যাশ-ইনের জন্য বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ।

প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পরিমাণ টাকা পাঠানো (ক্যাশ-ইন) গ্রাহক পাবেন পাঁচ হাজার টাকা বোনাস। এ ক্ষেত্রে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ক্যাশ-ইনের সংখ্যা একাধিক হলে প্রথম ক্যাশ ইন করা গ্রাহক পাবেন এ বোনাস।

আর প্রতিদিন সর্বোচ্চ ক্যাশ-ইন করা গ্রাহক দিন শেষে পেয়ে যাবেন ২৫ হাজার টাকার বোনাস। এ ক্ষেত্রেও একাধিক গ্রাহক সর্বোচ্চ ক্যাশ ইন করলে দিনের প্রথম সর্বোচ্চ ক্যাশ ইন করা গ্রাহক পেয়ে যাবেন এ বোনাসের অর্থ।

একজন গ্রাহক নগদ মোবাইল অ্যাপে নিজ থেকে গ্রাহক নিবন্ধন সম্পন্ন করলেই পেয়ে যাবেন ২০ টাকা বোনাস। আর নিজে নিজেই খোলা এ নতুন অ্যাকাউন্টে রমজান মাসজুড়েই এক হাজার টাকা বা তার বেশি পরিমাণ অর্থের ক্যাশ-ইনের ক্ষেত্রে প্রতিটি ক্যাশ-ইনের জন্য ৩০ টাকা করে বোনাস পৌঁছে যাবে গ্রাহকের হিসাবে। এ সুযোগ থাকবে ঈদের আগের রাত পর্যন্ত। বিজ্ঞপ্তি