রাইডার প্রশিক্ষণ কর্মশালা

পিকমির রাইডার প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত
পিকমির রাইডার প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ব্যবহার, গুরুত্ব ও পিকমি রাইড শেয়ারিং অ্যাপের সঠিক ব্যবহার বিষয়ে পিকমি রাইড শেয়ারিং অ্যাপের চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শতাধিক চালক, বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ ও ঢাকা ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পিকমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিকমির প্রতিষ্ঠাতা ওমর আলীর সভাপতিত্বে ও শরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় রাইড শেয়ারিং অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও তাদের চালকদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আহমেদ ও সহকারী প্রোগ্রামার শাহজান কবীর। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ব্যবহার, গুরুত্ব ও অন্যান্য দিক নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এই সেবার তত্ত্বাবধায়ক তবারক উল্লাহ।

পিকমির প্রতিষ্ঠাতা ওমর আলী বলেন, বাংলাদেশের রাইড শেয়ারিং খাতে টেকসই ব্যবস্থাপনা ও চর্চার স্বপ্ন দেখে আসছে পিকমি। বর্তমানে দ্রুত বর্ধনশীল এ খাতে প্রচুর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি। এতে এ খাতে শৃঙ্খলা নিশ্চিত হবে।