চালু হলো বিমানের টিকিট কাটার ওয়েবসাইট

২৪ টিকিট ডটকম লোগো
২৪ টিকিট ডটকম লোগো

চালু হলো অনলাইনে বিমানের টিকিট কাটার ওয়েবসাইট ২৪ টিকিট ডটকম। স্থানীয় বা আন্তর্জাতিক বিমান টিকিট কাটা যাবে www.24tkt.com ঠিকানার ওয়েবসাইটটি থেকে।
মঙ্গলবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এইচ এম শফিকুজ্জামান। অনুষ্ঠানে ২৪ টিকিট ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘যারা এয়ার টিকিট কাটার সেবা দিচ্ছে বা দিতে আগ্রহী, তাদের জন্য সবচেয়ে বড় অনলাইন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ২৪ টিকিট ডটকম। ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে যে কেউ সহজেই নিবন্ধন করতে পারবেন। যাদের নিবন্ধন গ্রহণ করা হবে, তারা ২৪ টিকিট ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের কাছে এয়ার টিকিট বিক্রি করতে পারবে।’
আবদুর রাজ্জাক আরও জানান, প্রথম ১০০ জন নিবন্ধনকারী এজেন্টকে স্থানীয় ফ্লাইটের সব টিকিটে ১০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে ছাড় দেওয়া হবে। আগামী মাস থেকে এজেন্ট ছাড়াই যে কেউ ২৪ টিকিট ডটকমের ওয়েবসাইট থেকে ছাড়কৃত মূল্যে তাৎক্ষণিক টিকিট কিনতে পারবেন।
প্রসঙ্গত, ২৪ টিকিট ডটকম ভ্রমণ ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি