নতুন স্মার্টআপ 'জাস্ট স্টোরিজ'

‘জাস্ট স্টোরিজ’ উদ্যোগের উদ্বোধনীতে এর উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত।
‘জাস্ট স্টোরিজ’ উদ্যোগের উদ্বোধনীতে এর উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত।

প্রযুক্তি ভিত্তিক মাধ্যমে ভিন্ন ধারার গল্প উপস্থাপনায় পণ্য এবং প্রতিষ্ঠানের বাজার প্রসারে কাজ করতে যাত্রা শুরু করলো কন্টেন্ট স্টার্ট-আপ ‘জাস্ট স্টোরিজ’। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে স্টার্টআপের আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরেন এর উদ্যোক্তা বৃতি সাবরিন।

বৃতি সাবরিন বলেন, জাস্ট স্টোরিজ (juststorys.com) হচ্ছে—একঝাঁক তরুণ গল্পকথকের প্ল্যাটফর্ম যারা নতুন কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের যুক্ত করবে। ব্র্যান্ডের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে কন্টেন্টভিত্তিক কাজ করবে এ স্টার্টআপ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূন এবং জাস্ট স্টোরিজের সহ-প্রতিষ্ঠাতা ইয়ামিনুল হক। অনুষ্ঠানে বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।