ব্লকচেইন প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নে বরাদ্দ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের অন্যতম অঙ্গীকার। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার এবারের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ রাখছে। আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, সরকার দ্রুততম সময়ে ৫জি চালুর বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

সরকারের বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহের হালনাগাদ তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন ও আন্তর্জাতিক সংস্থাসমূহের চাহিদা অনুযায়ী তথ্যের আদানপ্রদানের জন্য সরকারি সকল দপ্তরে শক্তিশালী তথ্য ব্যবস্থাপনা সিস্টেম (এমআইএস) গড়ে তোলা হবে।

এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি নির্ভারতা বাড়ানোর কথা বলা হয়েছে। এ ছাড়া নতুন প্রযুক্তি হিসেবে ব্লকচেইনের মতো প্রযুক্তিতে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের সময় চলে এসেছে। আগামী অর্থবছরে ব্লকচেইন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে।

আগামী বছর উদ্ভাবনী সংস্কৃতিকে উৎসাহ দিতে বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নের জন্য অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।