উবারে রিমাইন্ডার ও পুশ নোটিফিকেশন চালু

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের অ্যাপে যাত্রা শুরুর আগে রিমাইন্ডার ও পুশ নোটিফিকেশন–সুবিধা চালু হচ্ছে। উবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চেক ইওর রাইড’ নামে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সুবিধা চালু করা হচ্ছে।

গাড়ি ব্যবহারের আগে চালক সম্পর্কে পরীক্ষা করে নেওয়ার ধাপগুলোর কথা যাত্রীদের মনে করিয়ে দেবে পুশ নোটিফিকেশন। আজ বুধবার থেকে এটি চালু হচ্ছে। এ ছাড়া চালকদের সঙ্গে যাত্রীদের সংযোগ করিয়ে দেওয়ার মুহূর্ত থেকে যাত্রা শুরুর মুহূর্ত পর্যন্ত কীভাবে সঠিক রাইডটি নিশ্চিত করতে হবে, তা মনে করিয়ে দেওয়ার জন্য অ্যাপে বার্তা পাওয়া যাবে। কয়েক সপ্তাহজুড়ে প্রতিবার রাইড নেওয়ার সময় রিমাইন্ডারটি পাওয়া যাবে।

এর আগে গত মার্চ মাসে ‘ড্রাইভার সেফটি টুলকিট’ নামে উবার অ্যাপে নিরাপত্তা ফিচারগুলো যুক্ত করা হয়। উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, জরুরি বাটন ও অন্য সকল নিরাপত্তা ফিচার একত্রে পাওয়া যাবে এ টুলকিটের মধ্যে।