আসছে নতুন প্রযুক্তির ডিসপ্লে

ওয়াটার ফল ডিসপ্লে
ওয়াটার ফল ডিসপ্লে

সম্পূর্ণ নতুন প্রযুক্তির ডিসপ্লে নিয়ে আসছে চীনা স্মার্টফোন নির্মাতা অপো। এ ডিসপ্লের পাশে কোনো বেজেল নেই। এর পরিবর্তে ফোনের পাশে ডিসপ্লে ভাঁজ হয়ে যাবে। এ ছাড়া ডিসপ্লের ওপরে কোনো নচ দেখা যায়নি। এর আগে কোনো স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি এ ধরনের ডিসপ্লে আনেনি।

অপো কর্তৃপক্ষ বলছে, তাদের নতুন এই ডিসপ্লের নাম ‘ওয়াটার ফল ডিসপ্লে’। সম্প্রতি নতুন এ ডিসপ্লের ছবি প্রকাশ করেছে অপো কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন ওয়াটার ফল ডিসপ্লের ছবি প্রকাশ করেছেন। ঝরনার মতোই ফোনের দুই পাশে চলে যাচ্ছে সেই ডিসপ্লে। সে কারণেই ডিসপ্লের এ নামকরণ। চলতি বছরের শেষভাগে নতুন এই ডিসপ্লে ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনতে পারে অপো কর্তৃপক্ষ। এই ডিসপ্লেসমৃদ্ধ একটি প্রোটোটাইপ ডিভাইসও প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।