দেশের বাজারে নোট ১০ প্লাসের দাম কত?

নোট ১০ প্লাস
নোট ১০ প্লাস

দেশের বাজারে গ্যালাক্সি নোট সিরিজের নতুন স্মার্টফোন নোট ১০ প্লাসের জন্য আগাম ফরমাশ নিতে শুরু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গতকাল বুধবার নিউইয়র্কের এক অনুষ্ঠানে নতুন স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

স্যামসাং মোবাইল বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে যে নোট ১০ প্লাস আসবে, তাতে অত্যাধুনিক ও অধিক শক্তিশালী ৭ ন্যানোমিটার (এনএম) এক্সিনোস ৯৮২৫ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৪ এক্স র‍্যাম, ২৫৬ জিবি রম, ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে। এর ব্যাটারি মাত্র এক ঘণ্টায় পূর্ণ চার্জ হতে সক্ষম এবং কোয়াড রিয়ার ক্যামেরা সুবিধা থাকবে। এতে থাকবে উন্নত এস পেন সুবিধা।

নোট ১০ প্লাস ফোনটিতে ৬ দশমিক ৮ ইঞ্চি মাপের ডব্লিউকিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেডের প্রায় বেজেলহীন ডিসপ্লে থাকবে। পাশাপাশি এর পেছনের কোয়াড ক্যামেরার ফিচারের মধ্যে ভিডিও স্ট্যাবিলাইজেশন, লাইভ ফোকাস অন ভিডিও, প্রফেশনাল গ্রেড ভিডিও এডিটিং সুবিধা থাকবে।

১০ হাজার টাকা ছাড় দিয়ে গ্যালাক্সি নোট টেন প্লাসের আগাম ফরমাশে দাম হবে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। ফোনটি দেড় বছরে কিস্তি সুবিধায় কেনা যাবে। সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের কিনলে পাঁচ হাজার টাকা বাড়তি ক্যাশব্যাক পাওয়া যাবে। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন দিয়ে এক্সচেঞ্জ সুবিধাও থাকবে। ডিভাইসটি কেনার সময় দ্বিতীয় বছরের জন্য ওয়ারেন্টি প্যাকেজ কিনলে ‘ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ সুবিধা পাওয়া যাবে বিনা মূল্যে।

গ্রামীণফোনের গ্রাহকেরা গ্যালাক্সি নোট ১০ প্লাস কিনলে বিনা মূল্যে ২০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ৩১ আগস্ট পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট ১০ প্লাস উন্মোচন প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান বলেন, ‘জীবনে কাজের পাশাপাশি গেমিং ও বিনোদন উপভোগ করার সামঞ্জস্য বজায় রাখতে যারা পছন্দ করে, তাদের জন্যই মূলত গ্যালাক্সি নোট ১০ প্লাস।’ আগাম ফরমাশ দেওয়া যাবে www.preordernote10.com সাইটে।