দাম কমল ভিভোর তিন ফোনের

ভিভো ফোন
ভিভো ফোন

ভি ১৫, ভি১৫ প্রো ও ওয়াই ১৭ তিনটি মডেলের স্মার্টফোনের দাম কমাল চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো। ভি১৫ প্রো স্মার্টফোনটির দাম কমেছে চার হাজার টাকা। এটি এখন পাওয়া যাবে ৩৫ হাজার ৯৯০ টাকায়। এর আগে দাম ছিল ৩৯ হাজার ৯৯০ টাকা। ভিভোর ভি১৫ ও ওয়াই ১৭ এর দাম কমেছে ২ হাজার টাকা। ভিভো ভি১৫ পাওয়া যাবে ২৫ হাজার ৯৯০ টাকায় আর ওয়াই ১৭ পাওয়া যাবে ২০ হাজার ৯৯০ টাকায়।

ভিভোর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ আগস্ট থেকে স্মার্টফোনের দাম কমানো হয়েছে।

৬ দশমিক ৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লেযুক্ত ভি১৫ প্রোতে রয়েছে এআই প্রযুক্তিসহ পপআপ ক্যামেরা, ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৪৮ মিলিয়ন কোয়াড পিক্সেল সেন্সর, ৮ এমপি এআই সুপার ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ এমপি ডেপথ ক্যামেরা। এতে আছে ডুয়েল-ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৩ হাজার ৭০০ এমএএইচ ব্যাটারি। ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এআইই অক্টা-কোর প্রসেসরে স্মার্টফোনটিতে পঞ্চম প্রজন্মের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি পাওয়া যাবে।

ভি ১৫ ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম, ৩২ মেগাপিক্সেলের (এমপি) পপআপ সেলফি ক্যামেরা, দ্রুত রিচার্জযোগ্য ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এ ছাড়া রয়েছে ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ প্রসেসর এবং ৬৪ জিবি স্টোরেজ। ৬ দশমিক ৫৩ ইঞ্চির আলট্রা ফুলভিউ ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির পেছনে থাকা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করা যায়।

ভিভো ওয়াই ১৭ স্মার্টফোনটিতে রয়েছে এআই প্রযুক্তিসহ ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৮ এমপি এআই সুপার ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ২ এমপি ডেপথ ক্যামেরা। ৬ দশমিক ৩৯ ইঞ্চির হ্যালো ফুলভিউ ডিসপ্লের ফোনটির ফিচার হচ্ছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম এবং পঞ্চম প্রজন্মের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি।