আমাজনের সঙ্গে ওয়ালটনের চুক্তি

আমাজন ও ওয়ালটনের কর্মকর্তারা চুক্তি করেছেন। ছবি: সংগৃহীত।
আমাজন ও ওয়ালটনের কর্মকর্তারা চুক্তি করেছেন। ছবি: সংগৃহীত।

ই-কমার্স সাইট আমাজনে পণ্য সরবরাহ করবে দেশি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এ লক্ষ্যে আজ রাজধানীর ওয়ালটনের করপোরেট অফিসে ওয়ালটনের সঙ্গে চুক্তি করেছে আমাজন কর্তৃপক্ষ। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, এ চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য আমাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করবে ওয়ালটন কর্তৃপক্ষ। এর ফলে ওয়ালটনের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স যুক্তরাষ্ট্রের বাজারেও বিক্রির সুযোগ তৈরি হবে।

আমাজন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শশাঙ্ক পাণ্ডে এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে তৈরি ট্যামারিন্ড ইএক্স মডেলের নতুন একটি ওয়ালটন ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি করছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি হচ্ছে। আমাজনের সঙ্গে চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য আমাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে।