আসছে ওয়ান প্লাস টিভি

চলতি মাসেই স্মার্ট টিভি আনছে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ান প্লাস। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট টুইটারে এ তথ্য দিয়েছেন। টুইটে তিনি লেখেন, নতুন চমক হিসেবে স্মার্ট টিভি বাজারে আনতে যাচ্ছে ওয়ান প্লাস। ৫৫ ইঞ্চির এই টিভির পর্দায় কিউলেড প্যানেল থাকবে।

এদিকে স্মার্ট টিভিকে ঘিরে উঠেছে নানা গুঞ্জন। টুইটারে অ্যান্ড্রয়েড টিভি রিউমার নামে আরেকটি অ্যাকাউন্ট নিশ্চিত করেছে, এই টিভির জন্য অ্যান্ড্রয়েড সার্টিফিকেট দিয়েছে গুগল।

স্মার্ট টিভিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক এমটি৫৬৭০ এবং মালি জি৫১ গ্রাফিক প্রসেসর ব্যবহার করা হবে। টিভির রেজল্যুশন এইচডি বলা হলেও তা শুধু টিভির মেন্যুর জন্য প্রযোজ্য। তবে ওয়ান প্লাস টিভি ফোরকে রেজল্যুশনেও চলবে। এইচডিআর প্লেব্যাকের জন্য ডলবি ভিশন সমর্থন করবে। অডিওতে ব্যবহৃত হয়েছে ৮টি স্পিকার, যা ডলবি অ্যাটমস সুবিধার জন্য উপযোগী।

ওয়ান প্লাস টিভি প্রথমে ভারতের বাজারে উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই আগ্রহী গ্রাহকদের নিবন্ধন শুরু করেছে আমাজন।

সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ