৫জি নেটওয়ার্কিং সেবা বাড়াচ্ছে জেডটিই

৫ জি
৫ জি

৫জি শিল্পখাতে সুষম ও সুষ্ঠু ইকোসিস্টেম তৈরিতে অংশীদারদের সঙ্গে কাজের কথা জানিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই। বাংলাদেশে ৫জি ইকোসিস্টেমে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ জেডটিইর এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

জেডটিই কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যাধুনিক এন্ড-টু-এন্ড ৫জি বাণিজ্যিক সেবা প্রস্তুত করেছে তারা। এক্ষেত্রে অ্যারিথমেটিকের চারটি মূল কার্যক্রমে ৫জি নেটওয়ার্কিং সমাধানে কাজ করছে তারা। অ্যারিথমেটিকের মূল বিষয় ব্যবহার করে উন্নত ৫জি তৈরি করা যায়। চারটি বিষয় হচ্ছে—এডিশন, সাবট্র্যাকশন, মাল্টিপি­কেশন ও ডিভিশন। সাবট্র্যাকশন অপ্রয়োজনীয় কাঠামো দূরে সরিয়ে নেটওয়ার্ক সহজ করে তোলে। এডিশন নেটওয়ার্ক বুদ্ধিমত্তা বাড়ায়। ডিভিশন নেটওয়ার্ক মাল্টিপ্লেক্সিটির সুযোগ তৈরি করে। মাল্টিপি­কেশন ক্রস বর্ডার কো-অপারেশন এবং অ্যাপি­কেশন নিয়ে কাজ করে।

জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) প্যাং উই বলেন, ‘ফাইভজি প্রযুক্তি বাড়াতে কাজ চলছে। এক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন নতুন বিষয় উদ্ভাবনে কাজ করছে জেডটিই।’ বিজ্ঞপ্তি।