পুরোনো ল্যাপটপ বদল

ল্যাপটপ বদল। ছবি: সিস্টেমআইয়ের সৌজন্যে
ল্যাপটপ বদল। ছবি: সিস্টেমআইয়ের সৌজন্যে

অনেকেই পুরোনো ও অকেজো ল্যাপটপ নিয়ে কী করবেন, ভেবে পান না। দেশি প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান সিস্টেম আই পুরোনো ল্যাপটপ সংগ্রহ করার পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা থেকে পুরোনো ল্যাপটপের বদলে নতুন ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

সিস্টেমআই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুরোনো ল্যাপটপের অবস্থা অনুযায়ী মূল্য নির্ধারণ করবে। এরপর তা নতুন ল্যাপটপের দামের সঙ্গে সমন্বয় করবে। এতে সাধারণ গ্রাহকের পাশাপাশি করপোরেট গ্রাহকেরাও পুরোনো ল্যাপটপ বদল করতে পারবেন। ল্যাপটপের পাশাপাশি ডেস্কটপও বদল করা যাবে।

নতুন ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে কনফিগারেশন অনুযায়ী দাম ঠিক করা হবে। বিস্তারিত জানা যাবে (www.systemeye.net/offer) ঠিকানায়। বিজ্ঞপ্তি।