গ্রুপ স্টোরিজ ফিচার বন্ধ করছে ফেসবুক

ফেসবুক
ফেসবুক

শিগগিরই গ্রুপ স্টোরিজ ফিচারটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এ ফিচার ব্যবহার করে গ্রুপের প্রশাসক ও সদস্যরা ছবি ও ভিডিও পোস্ট করতে পারতেন যা ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যেতো।

ফেসবুক বলছে, ২৬ সেপ্টেম্বরের পর থেকে গ্রুপে আর এ সুবিধা থাকবে না। গ্রুপের বর্তমান স্টোরিগুলো মুছে যাবে এবং নতুন করে কোনো স্টোরি পোস্ট করার সুযোগ থাকবে না। খবর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা গ্রুপ স্টোরিজ ফিচারটি বন্ধ করে দিচ্ছি কারণ আমরা চাইছি গ্রুপে থাকা ফিচারগুলোর মাধ্যমে যাতে কার্যকরভাবে মানুষের মধ্যে যোগাযোগ বাড়ে এবং ফেসবুক কমিউনিটিতে অভিজ্ঞতা উন্নত হয়।’

ফেসবুকের গ্রুপ হচ্ছে অনলাইনের বিশেষ একটি জায়গা যেখানে ব্যবহারকারী একত্রিত হতে পারে এবং নিজেদের মধ্যে মিল থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। এখন ফেসবুকে প্রতি মাসে ১৪০ কোটি মানুষ ফেসবুক গ্রুপ ব্যবহার করেন।

গত শনিবার সোশ্যাল মিডিয়া গুরুখ্যাত ম্যাট নাভারা প্রথম গ্রুপ স্টোরিজ ফিচারটি সরিয়ে দেওয়ার তথ্য সামনে আনেন।