২ লাখ চাকরির আবেদন পেয়েছে আমাজন

আমাজন লোগো। ছবি: রয়টার্স
আমাজন লোগো। ছবি: রয়টার্স

বিভিন্ন স্তরের প্রকৌশলীসহ ৩০ হাজার কর্মী নিয়োগ দেবে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে তারা এক সপ্তাহের মধ্যে অনলাইনে ২ লাখ ৮ হাজার আবেদনপত্র পেয়েছে। আবেদনকারীরা গড়ে প্রতি মিনিটে ১৮ টির বেশি চাকরির আবেদন আপলোড করেছে।

আমাজনের সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে বলা হচ্ছে, আমাজনে একেবারে ভালো বেতনে নবীন সফটওয়্যার প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। আকর্ষণীয় চাকরিগুলো স্থায়ী পদের। এ ছাড়া ঘণ্টাপ্রতি কমপক্ষে ১৫ ডলার বেতন, স্বাস্থ্য পরীক্ষাসহ ভালো কর্মপরিবেশের কথা উল্লেখ করেছে আমাজন। এতেই আমাজনের চাকরির জন্য অনলাইনে হামলে পড়েছেন অনেক তরুণ।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ছয় শহরে ক্যারিয়ার ডে ইভেন্ট পালন করে আমাজন। সেখানে সাড়ে চার হাজার প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। যাচাই বাছাই করা হয়েছে ৭ হাজার জীবনবৃত্তান্ত। সেখানে আমাজনের পণ্য বিক্রিসহ নানা বিষয়ে তরুণদের আমাজনের বিষয়ে আগ্রহী করে তোলা হয়।