স্টার গ্রাহকদের পর্যটনে ছাড় দিচ্ছে গ্রামীণফোন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য হোটেল বুকিংসহ পর্যটনে ছাড় ঘোষণা করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। এয়ারলাইন, হোটেলসহ বিভিন্ন প্যাকেজ ট্যুরে স্টার গ্রাহকেরা এ ছাড় পাবেন।

গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ট্রাভেল এজেন্সি অ্যাগোডার মাধ্যমে স্টার গ্রাহকেরা ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। অন্য দেশের ক্ষেত্রে ৮ শতাংশ ছাড় পাবেন। আমারুমের মাধ্যমে হোটেল বুকিং ও বাসের টিকিট কিনলে ১৩ শতাংশ ছাড় পাবেন। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ১৫% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

‘মেক আ উইশ’ নামের প্যাকেজের ক্ষেত্রে সবক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন। ট্যুরহাব বিডি ও জিপি টুরসের মাধ্যমে জিপি গ্রাহকেরা ট্যুর প্যাকেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় পাবেন।

বিমান হলিডেইজের মাধ্যমে একজন ব্যক্তি ১৩ হাজার ৫০০ টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও কক্সবাজারের লং বিচ হোটেলে তিন রাত চার দিন থাকার সুযোগ লাভ করবেন। এ ছাড়া বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, গো জায়ান, টার্কিশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, সারাহ রিসোর্ট, লং বিচ হোটেল, রয়েল টিউলিপ সি পার্ল হোটেলের ক্ষেত্রেও জিপি গ্রাহকেরা সুবিধা পাবেন।

জিপি প্ল্যাটিনাম ও প্লাটিনাম প্লাস গ্রাহকদের জন্য জিপি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিজ্ঞপ্তি।