দেশি স্টার্টআপে সহযোগিতা করবে টেক মাহিন্দ্রা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও টেক মাহিন্দ্রার প্রেসিডেন্ট করপোরেট অ্যাফেয়ার্স সুজিত বকশি সমঝোতা চুক্তিতে সই করেন। ছবি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সৌজন্যে
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও টেক মাহিন্দ্রার প্রেসিডেন্ট করপোরেট অ্যাফেয়ার্স সুজিত বকশি সমঝোতা চুক্তিতে সই করেন। ছবি: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সৌজন্যে

দেশের স্টার্টআপে সহযোগিতা করবে ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রা। সম্প্রতি প্রযুক্তি বিভাগের ‘স্টার্টআপ বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে টেক মাহিন্দ্রার একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় দেশে ডিজিটাল স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশের জন্য কাজ করবে টেক মাহিন্দ্রা। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকারের রেলওয়ে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিউস গয়ালের উপস্থিতিতে ‘ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক চুক্তি হস্তান্তর করা হয়।

চুক্তি অনুযায়ী, উদীয়মান উদ্যোক্তাদের বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা দিতে স্টার্টআপ বাংলাদেশ ও টেক মাহিন্দ্রা যৌথভাবে কাজ করবে।

ফোরামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও টেক মাহিন্দ্রার প্রেসিডেন্ট করপোরেট অ্যাফেয়ার্স সুজিত বকশি সমঝোতা চুক্তি হস্তান্তর করেন।