নিরাপত্তায় জেডকেটেকোর ব্যারিয়ার গেট সিরিজ

জেডকেটেকোর ব্যারিয়ার গেট
জেডকেটেকোর ব্যারিয়ার গেট

এখন কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠান বা আয়োজনের সময় নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ পারে এমন ব্যারিয়ার গেট চোখে পড়ে। প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রো বিজি ৩০০০’ সিরিজের মিডরেঞ্জ থেকে হাইএন্ডের ব্যারিয়ার গেট সিরিজ এনেছে চীনের বায়োমেট্রিক সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। এতে হাই পারফরম্যান্স ও দ্রুতগতির ব্যারিয়ার গেট হিসেবে সার্ভো মোটর যুক্ত আছে। সহজ ও নির্ভরযোগ্য ট্রান্সমিশন কাঠামো হিসেবে ডিভাইসটিতে আছে উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ কন্ট্রোল প্যানেল ও হিউম্যান ইন্টারঅ্যাকশন ডিজাইন।

জেডকেটেকো সূত্রে জানা গেছে, ডিভাইসটিতে থাকা মিন সাইকেলস বিটুইন ফেইলর (এমসিবিএফ) খুব কম। অর্থাৎ, প্রতি ৫০ লাখ বারে একবার ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। ডিভাইসটির জীবনচক্র অনেক বেশি। প্রচলিত ব্যারিয়ার গেটের তুলনায় এ গেট ১০ গুন বেশি দীর্ঘস্থায়ী। এতে ম্যানুয়াল অপারেশন প্রয়োজন পড়ে না। এটি ফ্লিট মোড ও ওপেন রেকর্ডিং সমর্থন করে। এতে বছরে ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়। বিস্তারিত জানা যাবে জেডকেটেকো (www.zkteco.com.bd) ওয়েবসাইটে।