মাদুর নিয়ে মাতামাতি

মাদুর। ছবি: মাইক্রোসফটের সৌজন্যে
মাদুর। ছবি: মাইক্রোসফটের সৌজন্যে

ঘরের মেঝেতে বিছানোর মাদুরের নকশা পেটেন্ট করার আবেদন করেছে মাইক্রোসফট। চোখে ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) যন্ত্র ব্যবহারের সময় হুড়মুড় করে যেন ঘরের আসবাবে আছড়ে পড়া ঠেকাতেই এ ব্যবস্থা। তা ছাড়া ভিআর নিয়ে প্রতিষ্ঠানটির আগ্রহ যে মরেনি, তা-ও বোঝা গেল।

ভিআর যন্ত্র ব্যবহারের সময় নিরাপদ সীমার বাইরে গেলে সতর্ক করার ব্যবস্থা আছে কোনো কোনো যন্ত্রে। তবু আহত হওয়া কিংবা ভাঙচুরের আশঙ্কা থেকেই যায়। আর তা থেকে উত্তরণের পথই বাতলে দিচ্ছে মাইক্রোসফট। তথ্যসূত্র: এনগ্যাজেট