শেষ হলো কম্পিউটার মেলা

কম্পিউটার মেলায় ক্রেতাদের আগ্রহ নতুন ল্যাপটপে। ছবি: কম্পিউটার সিটি সেন্টারের সৌজন্যে
কম্পিউটার মেলায় ক্রেতাদের আগ্রহ নতুন ল্যাপটপে। ছবি: কম্পিউটার সিটি সেন্টারের সৌজন্যে

ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯-এর পর্দা নামল গতকাল সোমবার। শেষ দিনেও জমজমাট ছিল রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারের এই মেলা।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় কম্পিউটার সিটি সেন্টারে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। দশমবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারে এবারের স্লোগান- গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি।

কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ‘বিনোদন, যোগাযোগ কিংবা দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বেড়েই চলেছে প্রযুক্তির ব্যবহার। চাহিদা বাড়ায় বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে প্রযুক্তিপণ্যের বিশাল বাজার। এতে যুক্ত হচ্ছে বাংলাদেশও।’

পাঁচ দিনের এই মেলায় অংশগ্রহণ করছে কম্পিউটার বাজারটির ৭৪৬টি প্রতিষ্ঠান। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।