মাইক্রোসফটের প্রধান নির্বাহী আয় বেড়েছে ৬৬ শতাংশ

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: রয়টার্স
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। ছবি: রয়টার্স

একজন সাধারণ চাকরিজীবীর বছরে বেতন বাড়ে কত? মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলার এ বছরের আয় বাড়ার খবর শুনছে চোখ কপালে উঠবে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সত্য নাদেলার আয় গত অর্থবছরের তুলনায় এ বছর ৬৬ শতাংশ বেড়ে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে তাঁর মূল বেতন বেড়েছে ১০ লাখ মার্কিন ডলার।

লক্ষ্যমাত্রা পূরণ এবং শেয়ারের দাম বাড়ায় কৃতিত্বের পুরস্কার হিসেবে সত্য নাদেলার বেতন বাড়িয়েছে মাইক্রোসফট।

গতকাল বুধবার মাইক্রোসফটে এক বিবৃতিতে বলা হয়, গ্রাহক আস্থা অর্জন, প্রতিষ্ঠানে সাংস্কৃতিক পরিবর্তন আনা, নতুন প্রযুক্তি প্রচলন ও বাজার সফলতায় নাদেলার কৌশলগত নেতৃত্বের অবদান রয়েছে।

২০১৪ সালে স্টিভ বলমারের কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব পান সত্য নাদেলা। ওই অর্থবছরে তাঁর ৮ কোটি ৪৩ লাখ ডলার পকেটে এসেছিল, যা এখন পর্যন্ত নাদেলার এক বছরে সর্বোচ্চ উপার্জন।

নাদেলার নেতৃত্বে প্রথম পাঁচ বছরে মাইক্রোসফটের বাজার মূলধন ৫০৯ বিলিয়ন ডলার বেড়েছে। বর্তমানে তাদের বাজার মূলধন দাঁড়িয়েছে ৮১১ বিলিয়ন মার্কিন ডলার।

বিগত অর্থবছরে মাইক্রোসফট আর্থিক পারফরম্যান্সে আরেকটি লক্ষ্যমাত্রা অর্জন করেছে, শেয়ার পুনঃ নির্ধারণ এবং লভ্যাংশ আকারে ৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার ফেরত দিয়ে শেয়ারহোল্ডারদের জন্য ভালো ফল নিয়ে এসেছে।

এ বছরের ৪ ডিসেম্বরে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের বার্ষিক সভা হওয়ার কথা রয়েছে।