কারিগরি চাকরি মেলা

কারিগরি চাকরি মেলায় তরুণদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ছবি: বিডিজবসের সৌজন্যে
কারিগরি চাকরি মেলায় তরুণদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ছবি: বিডিজবসের সৌজন্যে

কারিগরি নানা বিষয়ে দক্ষ কর্মীদের খোঁজ করছে ৫০টি প্রতিষ্ঠান। ২৫০টি পদে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ করবে প্রতিষ্ঠানগুলো। চাকরির ওয়েবসাইট বিডিজবস চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সম্প্রতি আয়োজন করে কারিগরি চাকরি মেলা। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১৪–এর পিএসসি কনভেনশন হলে এ আয়োজন উদ্বোধন করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) মো. ফারুক হোসেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘সরকার শিগিগিরই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কারিগরি দক্ষতাসম্পন্ন (টেকনিক্যাল স্কিলড) কর্মীদের সনদ প্রদান করবে। সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সনদ আমাদের মাধ্যমে দেওয়া হবে। এ সনদ নিয়ে কর্মীরা বিশ্বের যেকোনো দেশে কাজের সুযোগ পাবেন। এ লক্ষ্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি করব। দেশেও টেকনিক্যাল কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে।’

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘১৯ বছর ধরে চাকরির নানা তথ্য দিচ্ছে বিডিজবস। এবার কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীদের খোঁজ দিতে এ আয়োজন করা হচ্ছে। ৫০টির বেশি প্রতিষ্ঠান মেলায় স্টল নিয়েছে। দেড় হাজার কর্মী নিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলো আজ বুধবার পর্যন্ত মেলায় থাকবে।’