স্মার্টঘড়ির বৈশ্বিক বাজার

২১০ কোটি ডলারে ফিটবিট কিনছে গুগল। এ সপ্তাহের বেশ আলোচিত খবর। নতুন করে আলোচনায় এসেছে স্মার্টঘড়ির বাজার। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্যাটিসটা ও আইডিসির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে পরিধেয় যন্ত্রের ভবিতব্য বাজারসহ বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ পরিধেয় যন্ত্রের বাজার থেকে আয় ১ হাজার ৭৪৩ কোটি ডলারে পৌঁছাবে। আর বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৩৬ কোটি ৭২ লাখে। সূত্র: রয়টার্স, স্ট্যাটিসটা