শাওমির দুই স্মার্টফোন বাজারে

শাওমি ৮ এ
শাওমি ৮ এ

দেশের বাজারে জনপ্রিয় রেডমি সিরিজে ‘রেডমি ৮’ ও ‘রেডমি ৮ এ’ নামের দুটি স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ৬.২২ ইঞ্চির (১৫.৮ সেমি) ডট নচ এইচডি প্লাস ডিসপ্লের রেডমি ৮এ ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডুয়েল সিম স্লট, মেমোরি বাড়ানোর সুবিধা, এয়ারফোন ছাড়াই এফএম রেডিও ব্যবহারের সুবিধা।

রেডমি ৮ স্মার্টফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ৬.২ ইঞ্চি মাপের ফোনটিতে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা, যার একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অন্যটি ২ মেগাপিক্সেলের ডেডিকেটেড ডেপথ সেন্সর। এতে আরও আছে এআই ফেস আনলক।

দুটি মডেলের স্মার্টফোনেই রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি টাইপ-সি সমর্থন। রেডমি ৮এ ফোনটির ২ জিবি র‍্যাম সংস্করণটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা, রেডমি ৮ ফোনটির ৩ জিবি র‍্যাম মডেলটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।