বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড

লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড। ছবি: লেনোভোর সৌজন্যে
লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড। ছবি: লেনোভোর সৌজন্যে

লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের হাইব্রিড নোটবুক বাজারে এসেছে। ‘ডি ৩৩০’ মডেলের ডিভাইসটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ১০ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের হাইব্রিড নোটবুকটির টাচ সুবিধা সমর্থন করে। এতে আলাদা কি–বোর্ড ব্যবহার করা যায়।

এতে রয়েছে ইনটেল সেলেরন ডুয়েল কোর এন ৪০০০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ হোম। ইনপুট হিসেবে আছে ইউএসবি টাইপ সি ৩.১, মাইক্রো এসডি কার্ড স্লট এবং অডিও জ্যাক। হাইব্রিড নোটবুকটির পেছনে আছে ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

হাইব্রিড এ নোটবুক বিক্রি করছে গ্লোবাল ব্র্যান্ড। এর দাম ৩৪ হাজার ৫০০ টাকা। বিজ্ঞপ্তি