এক্সট্রা অ্যাপে পাওয়া যাবে স্বপ্নের পণ্য কেনার গিফটকার্ড

সম্প্রতি চুক্তিতে সই করেন স্বপ্ন এবং এক্সট্রার কর্মকর্তারা। ছবি: এক্সট্রার সৌজন্যে
সম্প্রতি চুক্তিতে সই করেন স্বপ্ন এবং এক্সট্রার কর্মকর্তারা। ছবি: এক্সট্রার সৌজন্যে

এখন এক্সট্রা গিফট প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে স্বপ্নের বিভিন্ন পণ্য উপহার হিসেবে কেনার গিফটকার্ড পাঠানো যাবে। সম্প্রতি খুচরা বিক্রয়ের প্রতিষ্ঠান স্বপ্ন ও অনলাইন উপহার কেনাকাটার প্ল্যাটফর্ম এক্সট্রা কর্তৃপক্ষ একটি চুক্তি সই করেছে। এতে এখন কাউকে এক্সট্রা গিফটের মাধ্যমে স্বপ্নের গিফট কার্ড উপহার দেওয়া যাবে।

এক্সট্রার বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মদিন, বিয়ে বা করপোরেট প্রয়োজনে এক্সট্রা অ্যাপের মাধ্যমে যেকোনো সময় গিফট কার্ড পাঠানো যাবে। এ উপহার কার্ড দিয়ে স্বপ্নের আউটলেটে গিয়ে কেনাকাটা করা যাবে।

স্বপ্নের পক্ষে ব্যবসা পরিচালক সোহেল তানভীর খান ও এক্সট্রার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সট্রার চিফ মার্কেটিং অফিসার প্রজিত কুমার দাস, এসিআই লজিস্টিকস লি. (স্বপ্ন)–এর বিজনেস এনালিটিকস ম্যানেজার খাজা আশহাদ এবং সিনিয়র ইনফরমেশন এনালিস্ট আসিফ আজম।