২০২০ সালের চাহিদাসম্পন্ন প্রযুক্তিখাতের চাকরি

লিঙ্কডইন
লিঙ্কডইন

দেশের অনেক ফ্রিল্যান্সার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মার্কেটপ্লেসে ঘরে বসেই কাজ করেন। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অন্যদের সঙ্গে প্রতিযোগিতার জন্য নিজেদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। খোঁজ রাখা দরকার আগামী বছর বা এরপর কোন কোন খাতের দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি থাকবে। এ কাজে ফ্রিল্যান্সারদের সহযোগিতা করতে পারে পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে পরিচিত লিঙ্কডইন।

সম্প্রতি লিঙ্কডইন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে আগামী বছর সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতার তালিকা প্রকাশ করেছে। লিঙ্কডইনের বার্ষিক ইমার্জিং জবস রিপোর্টে যুক্তরাষ্ট্রের সবচেয়ে চাহিদাসম্পন্ন ১৫টি দক্ষতার বিষয় তুলে ধরা হয়েছে।

লিঙ্কডইনের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, এ বছর প্রতিটি শিল্পখাতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও ডেটা সায়েন্স পদের চাহিদা বেড়েছে। যা ভবিষ্যতেও বাড়বে। এবার প্রথমবারের মতো রোবোটিকসের ক্ষেত্রে চাহিদা শীর্ষ ১৫ তালিকায় উঠে এসেছে।

লিঙ্কডইনের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যেসব কাজের চাহিদা থাকবে সেগুলো হলো-আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিশেষজ্ঞ, রোবোটিকস ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট, ফুল স্টাক ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, কাস্টোমার সাকসেস স্পেশালিস্ট, সেলস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টটেটিভ, ডেটা ইঞ্জিনিয়ার, বিহেভিওরাল হেলথ টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ব্যাক এন্ড ডেভেলপার, চিফ রেভিনিউ অফিসার, ক্লাউড ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, প্রডাক্ট ওনার।