তুরস্কে গুগলের কাজে বাধা

তুরস্কে গুগলের সহযোগী ব্যবসায়ীরা নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন তৈরিতে গুগলের সহযোগিতা পাবেন না। এতে তুরস্কে নতুন অ্যান্ড্রয়েড ফোন উন্মুক্ত করা কঠিন হবে। তুরস্কের কমপিটিশন বোর্ড গত নভেম্বরে গুগলের চুক্তির শর্তগুলো গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দেওয়ার পর গুগল ব্যবসার সহযোগীদের সতর্ক করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের কমপিটিশন কর্তৃপক্ষ ২০১৮ সালের সেপ্টেম্বরে গুগলকে ১ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার জরিমানা করে। মোবাইল সফটওয়্যার বিক্রিতে দেশটির কমপিটিশন আইন লঙ্ঘন করায় গুগলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গুগলকে ছয় মাস সময় বেঁধে দিয়ে কমপিটিশন নিয়ম পরিবর্তন করতে বলা হয়।

গুগল এক বিবৃতিতে বলেছে, তুরস্কের ক্রেতারা পুরোনো বা বাজারে থাকা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবেন এবং গুগলের বর্তমান অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। শুধু নতুন অ্যান্ড্রয়েড মোবাইল বাজারে আসবে না। গুগলের অন্যান্য সেবা চালু থাকবে। সমস্যা সমাধানে গুগল কর্তৃপক্ষ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।