এসারের এক লাখ ৮০ হাজার টাকার ল্যাপটপ

কনসেপ্ট ডি ফাইভ সিএন ৫১৫-৭১। ছবি: এসারের সৌজন্যে
কনসেপ্ট ডি ফাইভ সিএন ৫১৫-৭১। ছবি: এসারের সৌজন্যে

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এসার বাজারে অবমুক্ত করল নতুন ল্যাপটপ। যার মডেল নম্বর ‘কনসেপ্ট ডি ফাইভ সিএন ৫১৫-৭১ ’। ল্যাপটপটি এআই প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার, স্থাপত্য শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও পেশাদার গেমারদের লক্ষ্য করে তৈরি করেছে এসার। ল্যাপটপটি গ্রাফিকস এবং ভিডিও সম্পাদনার কাজেও ব্যবহার উপযোগী।

আকর্ষণীয় নকশার ল্যাপটপটিতে রয়েছে ইনটেল নবম প্রজন্মের ৯৭৫০ এইচ মডেলের সর্বোচ্চ ৪.৫০ গিগাহার্টজ গতির কোর আই সেভেন প্রসেসর।

ল্যাপটপটিতে আরও রয়েছে ১৬ জিবি ডিডিআর-ফোর র‍্যাম, ২৫৬ জিবি এসএসডি, ২ টেরাবাইট হার্ডড্রাইভ এবং ৬ জিবি ডিডিআরসিক্স এনভিডিয়া জিটিএক্স ১৬৬০ টিআই ডেডিকেটেড গ্রাফিকস কার্ড।

কনসেপ্ট ডি সিএন ৫১৫-৭১ ল্যাপটপটিতে রয়েছে আলট্রা-হাই-ডেফিনেশন ১৫.৬ ইঞ্চি ফোরকে রেজুলেশন ডিসপ্লে।

এসারের দাবি, তাঁদের নতুন ল্যাপটপটিতে কুলিং সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও ল্যাপটপটি সহজে গরম হয় না। এর ওয়েব ক্যামেরার মান উন্নত হয়েছে। এ ছাড়া ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ থাকে। এর ব্যাটারি আয়ু ৯ থেকে ১০ ঘণ্টা। এতে রয়েছে ব্যাকলিট কিবোর্ড, ওয়াইফাই, ব্লুটুথ, অরিজিনাল উইন্ডোজ প্রো।

দেশের বাজারে এসারের নতুন এ ল্যাপটপটি ১ লাখ ৮০ হাজার টাকায় পাওয়া যাবে।