ফোনে টুটক থাকলে মুছে ফেলুন

বার্তা পাঠানোর অ্যাপ টুটক-এর মাধ্যমে ব্যবহারকারীর ওপর নজর রাখে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সরকার ও দ্য নিউইয়র্ক টাইমস-এর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এরপর অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।

অভিযোগ উঠেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টুটক মূলত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর গুপ্তচর টুল হিসেবে ব্যবহার করা হয়। মূলত ব্যবহারকারীদের গতিবিধিতে নজরদারি করতে ইউএই এই অ্যাপটিকে কাজে লাগিয়েছে। কয়েক মাস আগে অ্যাপটি উন্মোচন করা হয়। কয়েক মাসেই বিশ্বব্যাপী কয়েক লাখবার ডাউনলোড হয়েছে অ্যাপটি।

টুটকের মালিকানা কোম্পানি ব্রিজ হোল্ডিং আবুধাবিভিত্তিক সাইবার ইন্টেলিজেন্স এবং হ্যাকিং প্রতিষ্ঠান। এখানে আমিরাতের ইন্টেলিজেন্স অফিশিয়াল, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কর্মকর্তা এবং ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মীদের চাকরি দেওয়া হয়।

বিষয়টি ধরা পড়ায় সম্প্রতি অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে। তবে ডিভাইস থেকে অ্যাপটি আনইনস্টল করা না হলে অ্যাপটি কাজ করবে। তাই বিশ্লেষকেরা অ্যাপটি আনইনস্টল করার তাগিদ দিয়েছেন। ম্যাশেবল