আগামী বছর হবে অ্যামোলেড ডিসপ্লের

অ্যামোলেড ডিসপ্লে। ছবি: রয়টার্স
অ্যামোলেড ডিসপ্লে। ছবি: রয়টার্স

নতুন বছরে নতুন প্রযুক্তির চল শুরু হবে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০২০ সালে নতুন প্রযুক্তির মধ্যে স্মার্টফোনের ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লের ব্যবহার হবে সর্বোচ্চ। নতুন বছরে এ প্রযুক্তির ডিসপ্লে প্যানেলবিশিষ্ট স্মার্টফোন বিক্রি হতে পারে ৬০ কোটি ইউনিট।

সে হিসাবে বছরভিত্তিক প্রবৃদ্ধি হতে পারে ৪৬ শতাংশ। কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, চীনা স্মার্টফোন নির্মাতা অপো, শাওমির মতো ব্র্যান্ডগুলোর মধ্যম সারির ডিভাইসগুলোতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার বৃদ্ধি এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

কাউন্টার পয়েন্টের ‘ডিসপ্লে মার্কেট আউটলুক’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ডিসপ্লে কোয়ালিটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি বছর স্মার্টফোনের ডিসপ্লে প্রযুক্তির দিকে ক্রেতাদের বিশেষ নজর ছিল। নতুন ক্রেতা অথবা পুরোনোটি বাদ দিয়ে নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে বর্তমানে ডিসপ্লে প্রযুক্তি বড় বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হুয়াওয়ে, ভিভো, অপো, রিয়েলমি ও শাওমির মতো চীনা ব্র্যান্ডগুলো বাজার ধরতে পণ্যে বৈচিত্র্য আনতে মরিয়া। এ লক্ষ্যেই এসব কোম্পানি তাদের মধ্যম সারির ডিভাইসগুলোতে আগামী বছর অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে।

কাউন্টার পয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, উল্লেখযোগ্য কিছু কোম্পানি তাদের ডিভাইসের ডিসপ্লেতে নতুন উদ্ভাবন যুক্ত করার চেষ্টা করছে। স্ক্রিন টু বডি রেশিও কমানো, রিফ্রেশ রেট বাড়ানো, ডিসপ্লের আকৃতি পরিবর্তন যেমন ভাঁজযোগ্য অথবা আরও উন্নত ও আনকোরা উদ্ভাবন যেমন ছোট নচ, পাঞ্চহোল ক্যামেরা, পপ আপ ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইমেজ সেন্সর—এসব যুক্ত করার চেষ্টা চলছে।

কাউন্টার পয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক জিন পার্ক বলেন, অ্যামোলেড প্যানেল উৎপাদন ও বিক্রির দিক থেকে স্যামসাং এখনো শীর্ষে। চলতি বছর অ্যামোলেডভিত্তিক স্মার্টফোনের ৪৫ শতাংশই বিক্রি করেছে স্যামসাং। এর পরই আছে অ্যাপল, ১৬ শতাংশ। এ ক্ষেত্রে অপোর অংশীদারত্ব ১১ শতাংশ। তা ছাড়া শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো চলতি বছর উন্মোচিত সব ফ্ল্যাগশিপেই অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে।

হুয়াওয়ে, অপো, ভিভো ও শাওমি তাদের মধ্যম সারির ডিভাইসগুলোতে ওএলইডি প্যানেল ব্যবহার করছে। এসব কোম্পানি পণ্যের বৈচিত্র্য আনতে আগামী বছর অ্যামোলেড ডিসপ্লেবিশিষ্ট ডিভাইস আনবে। বিশ্লেষকেরা মনে করছেন, ২০২০ সালে তারা ২০০ ডলার দামের ডিভাইসেও এ প্রযুক্তির ডিসপ্লে দেবে। অ্যাপলও এখনো ওএলইডি ব্যবহার করে। ফলে আগামী বছর তারাও নতুন প্রযুক্তিতে যাবে।

অন্যান্য ডিভাইসের মধ্যে পরিধানযোগ্য ডিভাইসেও অ্যামোলেড প্যানেল ব্যবহার বাড়বে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ