২ লাখ শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের লক্ষ্য কোডারসট্রাস্টের

তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ শেসে শিক্ষার্থীদের সনদপত্র তুলে দেওয়া হয়। ছবি: কোডারসট্রাস্টের সৌজন্যে
তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ শেসে শিক্ষার্থীদের সনদপত্র তুলে দেওয়া হয়। ছবি: কোডারসট্রাস্টের সৌজন্যে

২০২২ সালের মধ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ২ লাখ শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দাতা প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট। তরুণদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কর্মসংস্থান তৈরিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কোডারসট্রাস্টের মূল ক্যাম্পাস বনানীতে ‘শিক্ষার্থীদের সনদপত্র এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। বর্তমানে ফ্রিল্যান্স খাতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোডারসট্রাস্টের মতো প্রতিষ্ঠানগুলো ফ্রিল্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগিতার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে কোডারসট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা আজিজ আহমদ বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তাঁরা। বর্তমানে বাংলাদেশে শিক্ষিত যুব সমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কর্মসংস্থান তৈরিতে কাজ চালিয়ে যেতে চান তাঁরা।

নজরুল ইসলাম খান তার বক্তব্যে তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রহণের পাশাপাশি এর চর্চা এবং সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

বর্তমানে কোডারসট্রাস্টে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ভিডিও প্রোডাকশন, গেম ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড জাভাস্ক্রিপ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক মফিজুর রহমান, কোডারসট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগ্রে: জে: (অব:) আব্দুল হালিম এবং কেএসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির ও কোডারসট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গণি ওসমানী।