স্টাইলে অ্যাসপর পাওয়ার ব্যাংক

অ্যাসপর এ৩২৩  মডেলের পাওয়ার ব্যাংক। ছবি: অ্যাসপরের সৌজন্যে
অ্যাসপর এ৩২৩ মডেলের পাওয়ার ব্যাংক। ছবি: অ্যাসপরের সৌজন্যে

দূরের পথে স্মার্টফোনের চার্জ শেষ হলে অনেকেই চার্জারের খোঁজ করেন। এখন হাতের নাগালেই পাওয়া যায় সহজে বহনযোগ্য স্টাইলিস্ট বেশ কিছু পাওয়ার ব্যাংক। এর মধ্যে চীনা ব্র্যান্ড অ্যাসপর এ৩২৩  মডেলের ১০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংকটির নকশা নজর কাড়তে পারে।

সহজে বহনযোগ্য অ্যাসপর পাওয়ার ব্যাংক দিয়ে ব্যবহারকারী চলার পথে, ভ্রমণে বা প্রয়োজনীয় মুহূর্তে তাদের স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য মাইক্রো ইউএসবি চালিত ডিভাইস সমূহের ব্যাটারির পাওয়ার রিচার্জ করতে পারেন।

চার্জের অবস্থা দেখার জন্য অ্যাসপর পাওয়ার ব্যাংকে রয়েছে এলইডি ইন্ডিকেটর। অ্যাসপর ব্র্যান্ডের এ৩২৩  মডেলের পাওয়ার ব্যাংকটির মাধ্যমে মোবাইল ফোন, স্মার্টফোন, এমপিথ্রি, এমপিফোর প্লেয়ার চার্জ করা যাবে। এতে একবার ফুল চার্জ দিলে চলতি পথে অন্তত কয়েকবার স্মার্টফোনের ব্যাটারি চার্জ করা যায়। এ৩২৩ পাওয়ার ব্যাংকে আছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার পলিমার ব্যাটারি। ১৪ সেমি বাই ৭ সেমি আকারের পাওয়ার ব্যাংকটির ওজন ২১৭ গ্রাম। এতে মাইক্রো ও টাইপ সি ইনপুট সুবিধা রয়েছে।

অ্যাসপর এ৩২৩ । ছবি: অ্যাসপরের সৌজন্যে
অ্যাসপর এ৩২৩ । ছবি: অ্যাসপরের সৌজন্যে

সহজে বহনযোগ্য ডিভাইসটি অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত ডিভাইস সমর্থন করে। দ্রুতগতিতে চার্জিং ক্ষমতাসম্পন্ন ডিভাইসটিতে লেড ইনডিকেটর আছে যা চার্জিং প্রক্রিয়া বুঝতে সাহায্য করে। সফট টাচ কোটিং ও টেকসই প্লাস্টিকে তৈরি অ্যাসপর পাওয়ার ব্যাংক দ্রুত জনপ্রিয় হচ্ছে। এক হাজার টাকা দামের মধ্যেই পাওয়া যাবে ডিভাইসটি।

অ্যাসপরের পাওয়ার ব্যাংকটি বাংলাদেশের বাজারে এনেছে অ্যাসপর বাংলাদেশ লিমিটেড। ঢাকার ইস্টার্ন প্লাজা শপিং মলে (শপ ৫/৭৬) অ্যাসপর ব্র্যান্ড শপে পাওয়ার ব্যাংকটি ছাড়াও অ্যাসপরের অন্য পণ্য পাওয়া যাবে। পাওয়ার ব্যাংকটির দাম ৯৫০ টাকা।