উইন্ডোজ ১০ ওএসে ত্রুটি ধরা পড়েছে

উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে (ওএস) বড় ধরনের ত্রুটি খুঁজে পেয়েছে। যার সাহায্যে হ্যাকাররা খুব সহজেই ক্ষতিকর সফটওয়্যার তৈরি করে কম্পিউটারের নিয়ন্ত্রণ দখলে নিতে পারত। ইতিমধ্যেই মাইক্রোসফট ত্রুটির জন্য নিরাপত্তা প্রোগ্রাম (প্যাচ) ছেড়েছে এবং জানিয়েছে, হ্যাকারদের সুযোগটি ব্যবহার করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিষয়টি এনএসএ এক সংবাদ সম্মেলনের সময় জানিয়েছে। তবে মাইক্রোসফটকে জানানোর কত দিন আগে থেকে সংস্থা ত্রুটির বিষয়ে জানত, তা পরিষ্কার নয়। নিরাপত্তা গবেষক ব্রায়ান ক্রেবস বিষয়টি প্রথম জানান। তিনি বলেন, ত্রুটি সম্পর্কে জানার পর মাইক্রোসফট বড় পরিসরে নিরাপত্তা প্যাচ উন্মোচনের আগে তা সামরিক বাহিনীসহ উঁচু স্তরের ব্যবহারকারীদের কাছে পাঠায়। ক্রেবস পুরো বিষয়কে বেশ ভয়ংকর হিসেবে উল্লেখ করেছেন।

সমস্যা হয়েছে ‘crypt32.dll’ হিসেবে পরিচিত মূল প্রোগ্রামে। একটি সফটওয়্যারে প্রবেশ করার জন্য ডিজিটাল সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ ফাংশনে সফটওয়্যার নির্মাতাদের অনুমতি দিয়ে থাকে প্রোগ্রামটি। এর অর্থ দাঁড়ায়, একজন হ্যাকার এমনভাবে নিয়ন্ত্রণ নিতে সক্ষম, যা খুব স্বাভাবিক মনে হবে। তবে উইন্ডোজ ১০-এর আগের সংস্করণগুলোতে সে ঝুঁকি নেই। সূত্র: বিবিসি