ডিজিটাল বাংলাদেশ মেলায় নতুন প্রযুক্তি ও সেবা

ডিজিটাল বাংলাদেশ মেলায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত
ডিজিটাল বাংলাদেশ মেলায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলার পর্দা নামবে আজ শনিবার। মেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তিসহ দেশের ডিজিটাল উন্নয়নের নানা দিক তুলে ধরা হচ্ছে। মেলায় দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের সেবা সম্পর্কে দর্শনার্থীদের জানাচ্ছে।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মেলায় প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল ফোন নেটওয়ার্কে প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরছে হুয়াওয়ে ও জেডটিইর মতো প্রতিষ্ঠান। মেলায় ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণে অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবটিকস বিগ ডেটা, ব্লকচেইন এবং ফাইভ-জির বিভিন্ন বিষয় প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপদ ইন্টারনেটের বিষয়টি। এ ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোলের নানা সুবিধা প্রদর্শন করা হচ্ছে। এর বাইরে শহরের ঝুলন্ত তার অপসারণ করে একই তারের মাধ্যমে তিনটি সেবার (ট্রিপল প্লে) বিষয়টিও তুলে ধরা হচ্ছে।

মেলার আয়োজক ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সহযোগিতায় রয়েছে বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, বিএসসিসিএল, বিসিএসসিএল, ডাক বিভাগ ও আইএসপিএবি। মেলায় বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও আইএসপিসহ ৮২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন রয়েছে।

মেলা সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মেলা আয়োজন সফল। মেলা ঘুরলেই নতুন সব প্রযুক্তি ও সেবা চোখে পড়বে।’

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি মো. আমিনুল হাকিম বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রথমবারের মতো এই আয়োজন করল। এতে সার্বিক সহযোগিতা করেছে আইএসপিএবি। মেলায় নিরাপদ ইন্টারনেট থেকে শুরু করে দেশের আইএসপিদের ইন্টারনেট সেবাগুলো সম্পর্কে জানার সুযোগ পেলেন দর্শনার্থীরা।’

আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘মেলায় প্রযুক্তিপ্রেমীরা এসেছেন। মেলায় আধুনিক প্রযুক্তি সম্পর্কে যেসব সেবা তুলে ধরা হচ্ছে, তা সবার নজর কেড়েছে।’

বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, ‘মেলায় দর্শনার্থীরা আগ্রহ নিয়ে বিভিন্ন সেবা সম্পর্কে জানতে চাচ্ছেন। দর্শকদের আগ্রহ দেখে তাঁরা খুশি।’

মেলায় আইএসপি ছাড়াও টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) দোয়েল ল্যাপটপ দেখাচ্ছে দর্শনার্থীদের। এর বাইরে স্মার্ট টেকনোলজিস, ওয়ালটন, সিম্ফনির মতো দেশীয় প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় ডাক বিভাগ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড তাদের সেবা ও কার্যক্রম তুলে ধরেছে।