ভিওনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আসছেন উরসুলা বার্নস

উরসুলা বার্নস। ছবি: বাংলালিংকের সৌজন্যে
উরসুলা বার্নস। ছবি: বাংলালিংকের সৌজন্যে

বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা উরসুলা বার্নস আজ মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে সফল নারী নেতৃত্বের জন্য উরসুলা বার্নস পরিচিত।

বাংলালিংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উরসুলা বার্নস প্রথমবার বাংলাদেশ সফর করছেন। তাঁর এ সফরে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং ভিওনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

উরসুলা বার্নস বলেন, ‘বাংলাদেশ সফরের জন্য অপেক্ষা করছি। ভিওন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশটির প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে সামগ্রিক উন্নতির চালিকাশক্তি হয়ে কাজ করছে, তা দেখা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে আরও উন্নত সেবা দিয়ে সহায়তা করতে পারব।’