ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাকাথন কর্মসূচি

তথ্যপ্রযুক্তির নানা উদ্ভাবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাকাথন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
তথ্যপ্রযুক্তির নানা উদ্ভাবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাকাথন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) স্টার্টআপ বাংলাদেশ ব্যানারে আয়োজন করছে ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস।’ থিংক, হ্যাক, সলভ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যার তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী সমাধানে খোঁজা হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় হ্যাকাথনের বিশেষ কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টারের ভাইস চেয়ারম্যান খন্দকার বজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, আইআইটির পরিচালক অধ্যাপক শরীফুল ইসলাম এবং আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।

এম কায়কোবাদ বলেন, তরুণদের মেধার সঠিক পরিচর্যা করতে হবে। দেশে অনেক ভালো ধারণা আছে, যেগুলো পণ্যে পরিণত করতে হবে। ছেলেমেয়েরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক ভালো করছে। তারা প্রশংসা পাওয়ার মতো কাজ করছে।

সৈয়দ মজিবুল হক বলেন, ‘আমরা চাই আমাদের দেশের সমস্যা আমাদের ছেলেমেয়েরা সমাধান করবে। শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্ব দেবে। বাংলাদেশের ছেলেমেয়েদের স্টার্টআপ গঠনে এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহায়তা করবে আইডিয়া প্রকল্প।’

অনুষ্ঠানে হ্যাকাথন সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক আর এইচ এম আলাওল কবির। পরে উপস্থিত তরুণেরা হ্যাকাথনের প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।

আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শীর্ষ ৫০টি টিম নিয়ে আয়োজিত হবে হ্যাকাথন এবং পরবর্তীতে সেরা ১০টি দলকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। হ্যাকাথনে আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাকাথনের বিস্তারিত www. startupbangladesh. gov. bd সাইটে পাওয়া যাবে।