নারী উদ্যোক্তা তৈরিতে কর্মশালা

ওমেন এন্ট্রারপ্রেনার্স অব বিডি (উইবিডি) ও ইনকোডিয়াস কর্মশালায় নারী উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত
ওমেন এন্ট্রারপ্রেনার্স অব বিডি (উইবিডি) ও ইনকোডিয়াস কর্মশালায় নারী উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে মঙ্গলবার আয়োজিত হলো ই-কমার্স ওয়েবসাইটের ওপর বিনা মূল্যে ওয়ার্কশপ। রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় ই-কমার্স খাতের পেশাদার প্রশিক্ষণদাতারা অংশ নেন। 

কর্মাশালার আয়োজন করে ওমেন এন্টারপ্রেনার্স অব বিডি (উইবিডি) ও ইনকোডিয়াস। এতে সহযোগিতা করে ডোমেইন রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড।
ইনোভেডিয়াসে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের নারী উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসার উন্নয়নের জন্য এ ধরনের কর্মশালা কাজে লাগবে।