ট্রাম্প ও ফেসবুকের মধ্যে আঁতাতের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মধ্যেকার সম্পর্ক নিয়ে সমালোচনা তৈরি হচ্ছে। সম্প্রতি হাঙ্গেরীয়-আমেরিকান বিনিয়োগকারী ও সমাজসেবী জর্জ সোরোস জাকারবার্গকে প্রশ্নের মুখে ফেলেছেন। এর আগে ফেসবুকের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর এলিজাবেথ ওয়ারেন।

সোরোস বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে সাহায্য করবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বিনিময়ে আইনপ্রণেতা এবং গণমাধ্যমের সমালোচনা থেকে ফেসবুককে রক্ষা করবেন তিনি।...আমি বিশ্বাস করি, জনাব ট্রাম্প ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ উপলব্ধি করেছেন যে তাঁদের আগ্রহ একই রকম। প্রেসিডেন্টের আগ্রহ ভোটে জয়লাভ করায়, জনাব জাকারবার্গের আগ্রহ টাকা বানানোতে।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর মতামত-সম্পাদকীয় বিভাগে লেখা ‘ফেসবুক মার্ক জাকারবার্গের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়’ শীর্ষক নিবন্ধে এমন মন্তব্য করেছেন জর্জ সোরোস। পরে জর্জ সোরোসের অভিযোগ সত্য নয় মর্মে বিবৃতি দিয়েছেন ফেসবুকের এক মুখপাত্র।

ফেসবুক ওই মুখপাত্র বলেন, আমরা যদিও জর্জ সোরোসের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করি, তবে তিনি ভুল। কোনো একক রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের প্রতি আমরা পক্ষপাতী—এমন অভিযোগ অসত্য এবং আমাদের মূল্যবোধের বিরোধী। আমাদের প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে, বিশ্বব্যাপী নির্বাচনে বৈদেশিক হস্তক্ষেপ রুখতে এবং ভুয়া তথ্য প্রসারের বিরুদ্ধে লড়তে আমরা প্রায়ই অভূতপূর্ব বিনিয়োগ করে থাকি। তথ্যসূত্র: সিএনবিসি