৮ বছরে প্রিয়শপ

ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম আট বছরে পা দিল। ই-কমার্স খাতে দেশব্যাপী সঠিক মূল্যে প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। গতকাল ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সপ্তম বর্ষপূর্তি পালিত হয়।

প্রিয়শপের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, গ্রাহকের আস্থা অর্জন করার মাধ্যমে মাদ বছর পার করেছে প্রতিষ্ঠানটি। কেনাকাটা সহজ করতে এবং অফলাইন গ্রাহককে ডিজিটাল সেবার মধ্যে আনতে প্রতিটি ইউনিয়নে ১০ হাজার এজেন্ট তৈরি করা হয়েছে। এ বছর আরও ৫০ হাজার এজেন্ট যুক্ত হচ্ছে।

প্রিয়শপের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকের কথা মাথায় রেখে অষ্টম বর্ষ উপলক্ষে নানা সেবার ঘোষণা দেওয়া হয়েছে। যাঁদের ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই বা অনলাইন শপিংয়ে আগ্রহ থাকলেও ফরমাশ করার ক্ষেত্রে আত্মবিশ্বাসী নন, তাঁরা এজেন্ট থেকে পণ্য ফরমাশ দিতে পারবেন। গ্রাহকেরা ক্রেডিট কার্ড ছাড়াও সুদবিহীন সহজ কিস্তিতে পণ্য কিনতে পারবেন।