কারিগরি চাকরি মেলা অনুষ্ঠিত

কারিগরি চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ছবি: বিডিজবসের সৌজন্যে
কারিগরি চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ছবি: বিডিজবসের সৌজন্যে

চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি চাকরির জন্য মেলা আয়োজন করে চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস ডটকম। নগরের জিইসি কনভেনশন হলে আয়োজিত এ মেলায় ৬০টি প্রতিষ্ঠান জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে। এখান থেকে ৫০০ জন চাকরিপ্রার্থীকে বাছাই করে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

১১ ফেব্রুয়ারি আয়োজিত দুই দিনের চাকরি মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

বিডিজবসের বিক্রয় ও বিপণন পরিচালক প্রকাশ রায় চৌধুরী প্রকাশ রায়চৌধুরী বলেন, বর্তমান চাকরি বাজারের বাস্তবতা হলো চাকরিদাতারা দক্ষ কর্মী পাচ্ছে না। আবার চাকরিপ্রার্থীরা পছন্দের চাকরি পাচ্ছেন না। চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় কর্মমুখী দক্ষতার অভাবেই এটি ঘটছে। কারিগরি দক্ষতাসম্পন্ন প্রার্থীদের খুঁজে বের করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। মেলায় অংশগ্রহণের জন্য ২০ হাজার চাকরিপ্রার্থী বিডি জবসের ওয়েবসাইটে নিবন্ধন করেন। বিজ্ঞপ্তি