কেয়ার টিউটরস অ্যান্ড্রয়েড অ্যাপ চালু

কেয়ার টিউটরসের নতুন সেবা উদ্বোধন। ছবি: কেয়ার টিউটরসের সৌজন্যে
কেয়ার টিউটরসের নতুন সেবা উদ্বোধন। ছবি: কেয়ার টিউটরসের সৌজন্যে

মোবাইল ওয়েব সংস্করণ ও অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে চালু হলো টিউশনিবিষয়ক সেবা কেয়ার টিউটরস। সম্প্রতি রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সেবা উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মতিন।

অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ‘মোবাইল ওয়েব’ ডেভেলপ করা হয়েছে। ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য কেয়ার টিউটরসের সেবা গ্রহণ করা আরও সহজ হলো। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন সংস্করণ চালু করা হয়েছে। নতুন অ্যাপের সাহায্যে আগে থেকেই শিডিউল ঠিক করতে পারবেন টিউটররা। শিক্ষক কোন দিন পড়াতে যাবেন, তা অ্যাপেই ঠিক করতে পারবেন। এটি দেখতে পাবেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

কেয়ার টিউটরসের প্রধান নির্বাহী মাসুদ পারভেজ বলেন, টিউশনকে কাঠামোর মধ্যে আনতে কাজ চলছে। গ্রাহকের আস্থা অর্জনে ডিজিটাল উপায়ে শিক্ষক খোঁজার জন্য এ সেবা চালু। দেশের মোট ১২টি শহরে সেবা দিয়ে যাচ্ছে কেয়ার টিউটরস। ধীরে ধীরে এই সেবা আরও বাড়বে। অ্যাপ ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে। বিজ্ঞপ্তি