পুরোনো পণ্য কেনার অনলাইন বাজার

সোয়াপের লোগো
সোয়াপের লোগো

চালু হলো পুরোনো পণ্য কেনার অনলাইন বাজার সোয়্যাপ (www.swap.com.bd)। এটির বিশেষত্ব হলো, কোনো তৃতীয় পক্ষ নয়, সোয়্যাপ কর্তৃপক্ষই কিনে নেবে বিক্রেতার পণ্যটি। প্রাথমিকভাবে ১০ ধরনের পণ্য কিনবে সোয়্যাপ। বিভাগগুলো হলো স্মার্টফোন, গাড়ি, মোটরসাইকেল, ট্যাব, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এসি ও আসবাব।

সোয়্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ হোসেন বলেন, পণ্য আপলোডের ২৪ ঘণ্টার মধ্যেই কিনে নেওয়া হবে পণ্য। দেশে এ ধরনের সেবা এটিই প্রথম। নতুন এই প্ল্যাটফর্মে গ্রাহক সোয়্যাপ অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে বসে তাঁর পুরোনো পণ্য বিক্রয় করতে পারবেন। এ জন্য গ্রাহককে সোয়্যাপ ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সোয়্যাপের মূল্য নির্ধারক দল ওই তথ্যের পাশাপাশি পণ্য যাচাই-বাছাই সাপেক্ষে মূল্য নির্ধারণ করবে। গ্রাহক ওই মূল্যে বিক্রয়ে রাজি হলে পণ্যটি প্রদত্ত ঠিকানা থেকে মূল্য পরিশোধ সাপেক্ষে সংগ্রহ করবে সোয়্যাপ। বিজ্ঞপ্তি