এফ-বট আনল ই-কুরিয়ার

নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এফ-বটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এফ-বটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ফেসবুকনির্ভর একটি বট বা রোবটের মাধ্যমে এফ-কমার্স উদ্যোক্তারা ব্যবসা বাড়াতে পারেন। সম্প্রতি লজিস্টিক খাতের প্রতিষ্ঠান ই-কুরিয়ার এমনই একটি বট তৈরি করেছে। সম্প্রতি রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত ‘নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন: প্রযুক্তির সঙ্গে ব্যবসায়িক কৌশলের কার্যকর ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এ বটটি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। 

নারী উদ্যোক্তাদের জন্য আয়োজিত এ কর্মশালায় ব্যবসার বিকাশ ও এফ-বট ব্যবহার করে কার্যকর দিকগুলো তুলে ধরা হয়।

ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ বলেন, এটি বিক্রেতাদের উন্নয়ন বা সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) অংশ। আর এফ-বট একটি ফেসবুক মেসেঞ্জার বট যেখানে অনলাইন বিক্রেতা সহজেই তাদের ফরমাশ ইনভেনটরি এবং স্বয়ংক্রিয় ডেলিভারি ও তার নজরদারি পরিষেবা পরিচালনা করতে পারেন।

অনুষ্ঠানে প্রথম আলোর যুব কর্মসূচি প্রধান মুনির হাসান ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।