নারী দিবস উপলক্ষে হয়ে গেল ওয়ার্কাথন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেগম ডট কো এবং ইএমকে সেন্টারের আয়োজনে ৯ মার্চ অনুষ্ঠিত হলো ‘ইচ ফর ইকুয়াল ওয়ার্কাথন ২০২০’। এতে নানান পেশার নারীরা এসে সমাজে প্রচলিত নারীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন। যে চারটি বিষয়ে তাঁরা ধারণা পেশ করেছেন, সেগুলো হলো নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, বাল্যবিবাহ এবং হতাশা। ইচ ফর ইকুয়াল ওয়ার্কাথনে ৩৫ জন নারীর ধারণা নিরীক্ষণের জন্য ছিল তিন সদস্যের বিচারক প্যানেল। বিজয়ী হয়েছে ‘টিম দুর্বার’।

বেগম ডট কোর প্রতিষ্ঠাতা রাখশান্দা রুখাম বলেন, ওয়ার্কাথন একটি ভিন্ন মাত্রার ধারণা, যেখানে চাকরির উপযোগী করে নারীদের তৈরি করা হয় এবং শেখানো হয় কীভাবে একটি অফিসে কাজ করতে হয়, প্রকল্পের সমাধান করতে হয়। অনুষ্ঠানে ফ্লিট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে রাহিতুল ইসলামের উপন্যাস কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া দেওয়া হয়। বিজ্ঞপ্তি