এবার চীনেই বরং দোকান খোলা রাখছে অ্যাপল

অ্যাপল স্টোর। ছবি: রয়টার্স
অ্যাপল স্টোর। ছবি: রয়টার্স

শুরুতে উহান এবং পরে চীনের অন্যান্য অঞ্চলের দোকানগুলো বন্ধের ঘোষণা দিয়েছিল অ্যাপল। অথচ গত শুক্রবার ঠিক উল্টো ঘোষণা দিল মার্কিন প্রতিষ্ঠানটি। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে আগামী দুই সপ্তাহ বিশ্বব্যাপী অ্যাপলের সব রিটেইল স্টোর বা খুচরা দোকান বন্ধ রাখা হবে। তবে খোলা থাকবে বৃহত্তর চীনের দোকানগুলো।

অ্যাপলের ওয়েবসাইটে লেখা বিবৃতিতে প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, ‘বৃহত্তর চীনের বাইরে ২৭ মার্চ পর্যন্ত অ্যাপলের সব দোকান আমরা বন্ধ করে দিচ্ছি।’

শুধু তা-ই না, বৃহত্তর চীনের বাইরে অ্যাপলের সব কার্যালয়ে নিয়মকানুন শিথিল করে ঘর থেকে কাজ করার সুবিধা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন টিম কুক। তবে গত শুক্রবার চীনে অ্যাপলের ৪২টি দোকানই খুলে দেওয়া হয়েছে।

গত শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলায় দেড় কোটি ডলার অনুদান দিয়েছে অ্যাপল। সূত্র: রয়টার্স